HSC exam 2020
Posted On August 26, 2020
Hsc students updated news
এই মাত্র পাওয়া খবর। hsc exam হবে কি না সে ব্যাপারে রয়েছে অনেক মতভেদ। তবে ক্লাস ১-১০ অব্দি সকল শিক্ষার্থীদের জন্য সুখবর আছে। তাদের পরীক্ষা যদিও হয় তবে ৫০+ মার্কের হবে আর যদি না হয় তাহলে এমনি তাদের ক্লাসববাড়িয়ে দেওয়া হবে বলে জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়।
HSC পরীক্ষা নিয়ে রয়েছে অনেক মতভেদ আর একটু কল্পনা। যদিও এটা পাবলিক পরীক্ষা তা না হলে তাদেরকে ও বিনা পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া হতো।
এই পরীক্ষা না হলে শিক্ষার্থীরা পড়বে অনেক হতাশায় তারা বিশ্ব বিদ্যালয় গুলোতে কিভাবে পরীক্ষা দেবে। এই ভেবে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না।
hsc exam এর আপডেট খবর পেতে অফিশিয়াল app download করুনঃhttps://www.appcreator24.com/app1195246
সকল নোটিফিকেশন মুহূর্তে পৌঁছে দেওয়া হবে।
ধন্যবাদ
the daily bd news24